Wednesday, May 25, 2016

আসছে ঢেউয়ের পর ঢেউঃ আওয়ামী ফ্যাসিবাদের পর ইসলামী ফ্যাসিবাদ!

















আসছে ঢেউয়ের পর ঢেউঃ আওয়ামী ফ্যাসিবাদের পর ইসলামী ফ্যাসিবাদ!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানীতে ফ্যাসিবাদ (নাজিবাদ) কায়েমের জন্যে যেভাবে সৌশ্যাল ডেমোক্র্যাটরা দায়ী, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদ কবলিত হওয়ার জন্যে বামেরা দায়ী।
উল্লেখ্য, যাঁরা মার্ক্সবাদী পরিভাষা বুঝেন, তার বুঝবেন যে, দেশের বামেরা মূলতঃ সৌশ্যাল ডেমোক্র্যাটই। এদের কাজই হচ্ছে মুখে সর্বহারা শ্রমিক-কৃষকের কথা বলে, কর্মে বুর্জোয়াদের (ধনিক-বনিক) সরকারকে সহযোগিতার মধ্যে প্রগতির সন্ধান করা।
আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল নামে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছিলো। কিন্ত আশির দশকে বামেরা সেই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে শুরু করে। এই পুনর্বাসন প্রক্রিয়ার মন্ত্র হয়ে ওঠে 'মুক্তিযুদ্ধের চেতনা', যার অর্থ শেখ বংশের একনায়কী শাসন।
বাঙালী জাতির দুর্গতি আওয়ামী ফ্যাসিবাদেই শেষ হবে না। আওয়ামী ফ্যাসিবাদ অত্যন্ত বিপদজ্জনকভাব ব্যবহার করছে ধর্মীয় ফ্যাসিবাদকে এবং দেশ এগিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত ইসলামী ফ্যাসিবাদের দিকে।
আজ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হানিফ ইহুদি-বিরোধী সেণ্টিমেণ্ট ব্যবহার করে এবং বিএনপির সাথে ইসরায়েলের সম্পর্ক নির্দেশ করে ইসলামিক দলগুলোকে আহবান জানিয়েছেন আন্দলনে নামতে। নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করা সম্ভবতঃ একেই বলে।
যেভাবে 'মদিনা সনদ' থেকে শুরু করে নানা রকমের পলিটো-ইসলামিক রেটোরিক ব্যবহার করা হচ্ছে এবং ইসলামী মৌলবাদী দলগুলোকে প্রোমৌট করা হচ্ছে, তাতে একদিন আসতে পারে, যখন ইসলবাদীরাই ক্ষমতা দখল করে ইসলামী ফ্যাসিবাদ কায়েম করবে।
আর, যদি তাই হয়, তারা ইসলামিক নিয়মেই শেখ হাসিনাকে উৎখাত করবে এবং ক্ষমতায় ভেতরে থাকা ইনু-মেনন-নাহিদ-মতিয়া থেকে শুরু করে ক্ষমতার বাইরে থাকা সেলিম-জামান-সহ সবগুলো সৌশ্যাল ডেমোক্র্যাটকে ফাঁসিতে ঝুলাবে।
আমি চাই না সেদিন আসুক, কিন্তু আমি শঙ্কিত যে, প্রতিরোধ গড়ে না তুললে সেদিন সম্ভবতঃ বেশি দূরে নেই। তাই আমি এখনও বলি, সময় থাকতে ফ্যাসিবাদ-বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নামুন।
বাংলাদেশে ভারতীয় আধিপত্য ও কর্তৃত্বের বিরোধিতা করুন; পুতুল সরকারকে গণ-আন্দোলনের তোড়ে ভাসিয়ে দিন; প্রতিক্রিয়াশীল ইসলামিক দলগুলোকে রুখুন; বংশধারায় ক্ষমতা হস্তান্তরের রাজনীতিকে 'না' বলুন; বাংলাদেশকে জনগণের হাতে ফিরিয়ে দিন।

No comments:

Post a Comment